বাগেরহাটে শরণখোলায় ডেঙ্গু কেড়ে নিল শ্রমিকের প্রাণ

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট:বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাসেল খান (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুল্যান্সে তোলার আগেই মারা যান তিনি।

রাসেল উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের সোবাহান খানের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে আমড়াগাছিয়া গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে পাওয়া ঘরে বাস করতেন। স্থানীয় ফজলু মাস্টারের করাতকলে শ্রমিক হিসেবে কাজ করতেন রাসেল।

বিষয়টি নিশ্চিত করেছেন রাসেলের নানা আব্দুস সোমেদ খান। তিনি জানান, শনিবার বিকেলে কাজ করা অবস্থায় জ্বর অনুভব করে। গতকাল সোমবার সকালে উপজেলার একটি ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা করা হলে ডেঙ্গু শনাক্ত হয়।
চিকিৎসক তাকে খুলনা মেডিক্যালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাৎক্ষণিক চিকিৎসা খরচ যোগাড় করতে না পারায় আজ (মঙ্গলবার) সকালে অ্যাম্বুল্যান্স আনা হয়। অ্যাম্বুল্যান্সে উঠানোর আগেই রাসেল মারা যায়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে রাসেল খান নামের এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছেন।তবে তাকে হাসপাতালে আনা হয়নি।

ডা. প্রিয় গোপাল আরো জানান, চলতি মাসে হাসপাতালের পরীক্ষায় প্রায় ১৫০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫ জন পুরুষ ও ৯ জন নারীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে পাঁচ জন চিকিৎসাধীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *