December 30, 2024, 5:27 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর বকেয়া ঋণ মওকুফ সংক্রান্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিডিবিএফ কার্যালয়ে এ গণশুনানীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মউদুদউর রশীদ সফদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান ও বন কর্মকর্তা প্রেমানন্দ রায়। গণশুনানী অনুষ্ঠানে ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ২৫৯ জন গ্রাহকের নিকট পাওনা বকেয়া সোলার ঋণ মওকুফ এর সিদ্ধান্ত গৃহিত হয়।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।