নড়াইলে হিন্দু মজুমদার বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে গ্রেফতার ২

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে হিন্দু মজুমদার বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে গ্রেফতার দুইজন
নড়াইলে লোহাগড়া থানা এলাকায় সমর মজুমদারের বাড়িতে দস্যুতার ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ২ জন ডাকাতকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গত (২০/ ৯/) রাত ১০ টার সময় লোহাগড়া উপজেলার নালিয়া (উত্তরপাড়া) গ্রামের সমর মজুমদারের দ্বিতল বিল্ডিং বসত বাড়িতে অজ্ঞাতনামা ৩/৪ জন ডাকাত নিচতলার দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সমর মজুমদারের ভাতিজা পলাশ ও পলাশের মা শোভা রাণীকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও ৩টি মোবাইল ফোনসহ মোট ৪,১৬,০০০/- (চার লক্ষ ষোল হাজার) টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় গত (২১/৯) সমর মজুমদার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নি:) শেখ মো: মোরছালিন সঙ্গীয় ফোর্সসহ গত (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার তেলকাড়া বেরীবাঁধ সুইচগেট এলাকা থেকে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মকবুল হোসেন (৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চৈতন খালী গ্রামের মৃত রহমান আলীর ছেলে এবং মোঃ ইব্রাহিম(৩৮) ফরিদপুর জেলার সদরপুর থানার মেছেরডাংগী গ্রামের মৃত রজব আলী মুন্সির ছেলে। এ সময় উক্ত আসামিদ্বয়ের নিকট হতে একটি তালা কাঁটার লোহার রেঞ্জ এবং লোহার রড উদ্ধার করা হয়। উক্ত আসামিদ্বয়ের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *