July 4, 2025, 6:47 am
বি এম মনির হোসেনঃ-
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকির সরদার (৪৫) নামের এক মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে।২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে দন্ডপ্রাপ্তকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের বাসিন্দা সৈয়দ আলী সরদারের ছেলে দন্ডপ্রাপ্ত জাকির সরদার। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, একাধিক মাদক মামলার আসামি ও মাদক কারবারি জাকির সরদারকে মাদক সেবনরত অবস্থায় সোমবার সকালে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ফয়জুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন মাদকসেবী জাকিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।