December 22, 2024, 5:58 am
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ও ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আক্তারুল ইসলাম মধু আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যু কবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার বাদ মাগরিব ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে জামাজে জানাযা শেষে আক্তারুল ইসলাম মধুকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ঝিনাইদহের বিভিন্ন মহলে শোকের ছায় নেমে আসে। বিশেষ করে দেশ বিদেশে অবস্থিত তাঁর অগণিত ছাত্রছাত্রীরা মৃত্যুর খবরে ভেঙ্গে পড়েন।
ঝিনাইদহ
আতিকুর রহমান