ঝালকাঠিতে মাসব্যাপী প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রচারাভিযান সম্পন্ন

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠি জেলার বিভিন্ন স্কুল ও মাদরাসায় শেষ হলো মাসব্যাপী প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রচারাভিযান। নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় এবং স্থানীয় সংগঠন সাইডো ও তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সহযোগিতায় মাসব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সমাপনী দিনে মঙ্গলবার ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন চারটি ক্লাসে দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রচারাভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী এই প্রচারাভিযানের অংশ হিসেবে এর আগে ঝালকাঠির নলছিটি ও রাজাপুর উপজেলায় বেশ কয়েকটি স্কুল ও মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রজনন স্বাস্থ্য বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিতায় মঙ্গলবার ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে প্রচারাভিযানের মধ্য দিয়ে শেষ হলো মাসব্যাপী এই প্রচারাভিযান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি এম আনিসুর রহমান পলাশ, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্য রাফিউল ইসলাম, হাফিজা আক্তার, মেহেরাব হোসেন রিফাত, শামসুন নাহার, হ্যাপী আক্তার, সুমি আক্তার, সাহিবা, সুমাইয়া ও বিথী শর্মা বনিক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *