December 21, 2024, 2:31 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিপুল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুরিয়ে ধংস করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামানের অভিযানে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং খালে ৩৬ টি অধৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।
অভিযানে ছিলেন উজিরপুর মডেল থানার এসআই মোঃ বিল্লাল হোসেন, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ সাব্বির মৃধা, মাঠ সহায়ক মোঃ সফিকুল ইসলাম রিপন,ল্যাব এ্যটেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম মৃধা।
এসময় মশাং বাজারে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে ৩৬ টি অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান জানান, এই চায়না দুয়ারী অবৈধ জালের অভিযান পুরো উপজেলায় অব্যাহত থাকবে।