January 2, 2025, 11:22 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুরাতন ইউএনও’র বিদায় ও নবাগত ইউএনও’কে বরণ করা হয়েছে।
সোমবার সন্ধায় এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, পুরাতন ইউএনও মোহাম্মদ নুর-এ- আলম, নবাগত ইউএনও মোঃ তরিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা প্রমূখ। পরে পুরাতন ইউএনও মোহাম্মদ নুর- এ – আলম কে বিদায় ও নবাগত ইউএনও মোঃ তরিকুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয়া হয়।
উল্লেখ্য- পুরাতন ইউএনও মোহাম্মদ নুর -এ- আলমের দিনাজপুর সদরে ইউএনও হিসেব বদলী প্রদান করা হয়েছে। আর অপরদিকে নবাগত ইউএনও মোঃ তরিকুল ইসলাম বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে সুন্দরগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন।