মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুরাতন ইউএনও’র বিদায় ও নবাগত ইউএনও’কে বরণ করা হয়েছে।
সোমবার সন্ধায় এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, পুরাতন ইউএনও মোহাম্মদ নুর-এ- আলম, নবাগত ইউএনও মোঃ তরিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা প্রমূখ। পরে পুরাতন ইউএনও মোহাম্মদ নুর- এ – আলম কে বিদায় ও নবাগত ইউএনও মোঃ তরিকুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয়া হয়।
উল্লেখ্য- পুরাতন ইউএনও মোহাম্মদ নুর -এ- আলমের দিনাজপুর সদরে ইউএনও হিসেব বদলী প্রদান করা হয়েছে। আর অপরদিকে নবাগত ইউএনও মোঃ তরিকুল ইসলাম বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে সুন্দরগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন।
সুন্দরগঞ্জে পুরাতন ইউএনও’র বিদায় নবাগত ইউএনও’র বরণ

Leave a Reply