December 30, 2024, 4:29 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার চরা লে বসবাসরত ৪০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া ও ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ কানিস ফারজানার স ালনায় ভেড়া-ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার ও প্রকল্প পরিচালক ডাঃনন্দ দুলাল টীকাদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো.আবু রেজা তালুকদার। অনুষ্ঠানে সুজানগর মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা আ.লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নদী বিধৌত চরা লে বসবাসরত অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নত করতে এ ভেড়া ছাগল বিতরণ । সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন,এটি সুজানগর উপজেলার চরা লে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটিয়ে পুষ্টির চাহিদা পূরণ করবে।এবং একই সঙ্গে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। উল্লেখ্য,উত্তরা লের সীমান্তবর্তী সুবিধাবি ত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরা লের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে সুজানগর চরা লের ২০ পরিবারের মাঝে ৩টি করে ভেড়া এবং ২০টি পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি