December 21, 2024, 2:41 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার পাইকগাছার বিভিন্ন অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪শ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও’র বাসভবনের পুকুর সহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ^াস, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, উপজেলা ভ‚মি অফিসের আব্দুল বারি, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল।