বাবুগঞ্জে আশা-ই মানুষের এক মাত্র ভরসা

কে এম সোহে্ব জুয়েল :-জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠী গ্রামের বিশিষ্ট ব্যারসায়ী কামরুজ্জামান সজল হাওলাদারের সহধর্মিণী ও বাবুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৌরিন আক্তার আশা ৩০। ওই এলাকার অবহেলিত গরীব দু:খি খেটে খাওয়া ও অসহায় মানুষের এক মাত্র ভরসা আশা এমনটি-ই মনে করেন ওই গ্রামের হাজারো নিপিড়ীত অসহায় মানুষ।

জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের ঐতিহ্য বাহী মিঞা পরিবারের মৃত মো: আনাম মিঞার একমাত্র কন্যা মৌরীন আক্তার আশা। তিনি শিশু কালেই তার পিতাকে হারিয়েছেন। দাদা দাদি ও চাচাদের স্নেহ ভাল বাসার মধ্য দিয়েই লেখা পরা শিখে বড় হয়েছেন আশা।

শৈশব থেকেই পরউপকার কাজ-ই স্বর্গ এমনটি ধারনা ছিল তার। আর এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেই শ্বশুর ও স্বামীর সংসারে গিয়েও পরোপকারে জীবন বিলিয়ে দিচ্ছেন আশা। অপর দিকে দেশ রত্ন জন নেত্রী শেখ হাসিনার ধারাকে অব্যহত রেখে গরীব দুঃখীদের পাশে থেকে নিরালোশ কাজ করে যাবেন আশা এমনটি জানিয়েছেন তিনি।

তার শ্রদ্বেয় পিতা আনামকে অন্যাযের প্রতিবাদ সৎ সাহসিকতা ও পরোপকার করতে গিয়ে আশার শিশু বেলাই কতিপয় দুষ্কৃতকারীদের হাতে জীবন দিতে হয়েছিল তার পিতা আনামকে, এমনটি জানিয়েছেন আশা। তা জেনেও পিতার মত পথচলা থেমে থাকেনি আশার।

বাবার আদর স্নেহ ভালবাসা থেকে চীর বঞ্চিত হলেও তার (বাবার) ধারাকে অক্ষুণ্ণ রেখে সৎ সাহসিকতা ও মানুষের পরোপকার করাটা সম্পুর্নই রয়েছে কন্যা আশার ভিতর এমনটাই লক্ষ করা গেছে।

তিনি ( আশা) তার স্বামী ও শ্বশুরালয়ে থেকে গ্রামের নিপিড়ীত অসহায় মানুষের পাশে থেকে নিরালোশ ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি হাজারের অধিক অসহায় মানুষকে তার সাধ্য অনুযায়ী টাকা পয়সা কখনো বা বিকলাঙ্গ মানুষকে চলতে হুইল চেয়ার গৃহহীন মানুষকে গৃহের ব্যাবস্তা। করনা কালীন দুর্যোগ মহামারিতে ত্রান সামগ্রী দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছেন। তার পথ চলার মধ্য দিয়ে মানুষে উপকারের কথা ভাবছেন সাধারণ ও সচেতন মহলের লোকজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *