আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময়

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
আজ সোমবার ২৫ সেপ্টেম্বর নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে গোলাম সবুর পিপিএম-সেবা, পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, নীলফামারীর নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুর্গোৎসব চলাকালীন সময়ে কোন তৃতীয় পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে এবং পূজা মন্ডপ গুলোকে ১০০ ভাগ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্দির কমিটিকে অনুরোধ করেন। দুর্গোৎসব চলাকালীন কোন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য বলেন। পুলিশ সুপার মহোদয় আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং গুজবে কান না দিয়ে অতীতের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), নীলফামারী; সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) নীলফামারী; মোহাম্মদ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ; ডিআইও-১; উত্তম কুমার রায় বাদল, সভাপতি, পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা শাখা; জনাব দীপক চক্রবর্তী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নীলফামারী; দেবাশীষ কুমার ঘোষ, সহ-সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী; জনাব মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারীসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারীর সকল থানার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *