আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি
স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি মসজিদের নামে বরাদ্দ দুই টন জি,আর চাউল বিক্রির টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে। মসজিদ কমিটির সভাপতি মো: মহিউদ্দিন মিয়া সরকারি ওই অনুদান নিতে তিনি ভুয়া প্রকল্প বানিয়ে সহি-স্বাক্ষর করে একক কর্তৃত্বে অনুদানের চাল বিক্রি করে টাকা পকেটস্থ করেছেন। বিষয়টি কমিটির অন্যন্যে সদস্যরা জানতে পেরে মসজিদের কাজের জন্য সে টাকার হিসাব চাইলে তিনি আজকাল বলে টাকা দিতে কালক্ষেপন করে যাচ্ছেন।
মসজিদের সাধারন সম্পাদক মো: সোহাগ মিয়া অভিযোগ করে বলেন, মসজিদের ওই অনুদান পেতে ইমাম সাহেব নিজে প্রকল্প দিয়েছিলেন। অথচ, কমিটির সভাপতি একক আধিপত্যে কাগজে ইমাম, কমিটির সম্পাদক ও সদস্যর ভুয়া স্বাক্ষর দিয়ে চাল ছাড়িয়েছেন। পরে তিনি কমিটির কাউকে কিছু না বলে বাজার দরের চেয়েও অতি নিম্মদামে সে চাল বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন।
মো: জালাল উদ্দীন নামে মসজিদ কমিটির সাবেক এক খাদেম আবেঘ নিয়ে অভিযোগ করে বলেন, ওই মসজিদে আমার বাবার অনেক অবদান। মহিউদ্দীন সাহেব একার ইচ্ছায় যা খুশি তা করছেন। শুনেছি সে মসজিদের উন্নয়নের কথা বলে দুইটন জি,আর চাল বরাদ্দ পেয়েছেন। সেই চাল বিক্রি করে টাকাটা নিজের পকেটে রেখেছেন এই তিনমাস ধরে। উনি ইচ্ছা করলে ওই টাকা দিয়ে মসজিদের কিছু কিছু কাজ করতে পারতেন। তা তিনি করছেননা।
মসজিদের সাবেক ইমাম মাওলানা মো: ইউনুস বলেন, আমি অনুদানের জন্য একটি আবেদন দিয়েছিলাম। জুন মাসে আবেদনের প্রেক্ষিতে সভাপতি সাহেব নাকি অনুদান পেয়েছেন। তারপর কি হয়েছে আমি জানিনা। তাছাড়া, বর্তমানে আমি ওই মসজিদের ইমাম নেই। অন্যত্র আসছি।
অভিযুক্ত সভাপতি মো: মহিউদ্দীন বলেন, মসজিদের জন্য দুই টন জি,আর চাল পেয়ে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছি। টাকা আমার কাছে আছে। জেলা পরিষদ বরাবর মসজিদের জন্য আর একটি অনুদানের আবেদন করেছি সেটা পেলে কাজ করব। নতুন আবেদনের টাকা যদি না পান তাহলে পূর্বের টাকার কাজ কবে করবেন পূনরায় জানতে চাইলে তিনি বলেন সেটা আমি পরে আপনাকে জানাব।
আনোয়ার হোসেন,
স্বরূপকাঠি উপজেলা ।

Leave a Reply