বরগুনার তালতলীতে বিশ্ব নদী দিবস পালিত

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস
“নদী একটি জীবন্ত সত্তা আসুন এর অধিকার নিশ্চিত করি” এ স্লোগানকে সামনে রেখে নদী-খাল রক্ষায় সচেতনতা বাড়াতে রোববার
(২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন তিন নদীর মোহনায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট ও শুভসন্ধ্যা সুরক্ষা কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া , ওয়াটারকিপার্স বাংলাদেশ এর তালতলী সমন্বয়ক আরিফুর রহমান।

এ সময় বক্তারা বলেন, পায়রা নদীসহ তালতলী উপজেলার বিভিন্ন খাল দখল ভরাটের ফলে খালের অধিকাংশ এলাকা সংকুচিত হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। জেলেদের হৃদপিণ্ড হিসেবে খ্যাত পায়রা নদীতে ভরা মৌসুমেও ইলিশ নেই। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ময়লা ফেলা হচ্ছে পায়রা নদীতে বগিরদোনা খালটি দখল ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই খালটিবেশিরভাগই ময়লা পলিথিন এবং টয়লেটের বর্জ্য ফেলা হচ্ছে এছাড়াও ড্রেনের ময়লা পানি গিয়ে মিশছে নদীতে। এসব কারণে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ততা, সেইসঙ্গে মাছসহ জলজ প্রাণী ও পরিবেশ হুমকির মুখে পড়ছে।অন্যদিকে উপজেলার কচুপাত্রা খালের কচুরিপানা জমে পানি পচে গেছে। যার কারণে দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে ওই পানি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। ময়লা-আবর্জনার জন্য নদী আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।খাল দখল দূষণ মুক্ত করতে প্রশাসনের কাছে আহ্বান করেন তারা।###তাং২৪-০৯-২০২৩ইং
মংচিন থান
বরগুনা প্রতিনিধি
০১৭১৬৩১৩১২৭

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *