December 21, 2024, 4:54 pm
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভার কর্মকার পাড়ায় দয়নন্দ অবধুত গুরু মহারাজের তীরধান দিবস উপলক্ষে ৪ দিন ব্যাপী গুরু নাম যজ্ঞ কীর্তনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অসাম্প্রদায়িক মুক্ত চিন্তার অধিকারী উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।
২৪ সেপ্টেম্বর রবিবার বিকেলে গুরু নাম যজ্ঞ কীর্তন অনুষ্ঠানের ৪ র্থ দিনে সমাপনী অনুষ্ঠানে কীর্তন কমিটির সভাপতি শিশির কান্তি ব্রহ্মের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায়ের সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ অশোক রায় চৌধুরী , উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, কীর্তন কমিটির সাধারণ সম্পাদক বিমল বাড়ৈ, আশোক দাশ, সহদেব কুমার দাস , রিপন দাস প্রমুখ। অনুস্ঠান শেষে সকল ভক্ত বৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।