আগৈলঝাড়ায়”জ্ঞানের লাইব্রেরী”নির্মান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন

বি এম মনির হোসেনঃ-

মানুষকে বই পড়তে অভ্যস্ত করার জন্য বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত ব্যতিক্রম এক উদ্যোগ নিয়ে ‘জ্ঞানের লাইব্রেরী’ তৈরি করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনে বলেন উপজেলা পরিষদ ভবনে বিভিন্ন দপ্তরে তাদের কাজের জন্য আসা জনগণ তাদের কাজ করতে দেরি হলে অপেক্ষায় থাকতে হয়। এই সময়টায় তারা টেবিল-চেয়ারে বসে বই পড়ে সময় কাটাতে পারে। একদিকে তাদের সময় কাটবে অন্যদিকে অজানা কিছুজানতে পারবে এবং জ্ঞান অর্জন হবে। এখানে মুক্তিযুদ্ধ, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী, বিভিন্ন লেখকদের বাই সহ ধর্মিয় বাই রয়েছে। এই বই সকল পেশার মানুষ পড়তে পাড়বে। বই পড়ার জন্য বসার সুব্যবস্থা রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ বখতিয়ার আল মামুন, রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার বলেন, আমরা ‘জ্ঞানের লাইব্রেরী’ এখানে এসে বাই পড়েছি। বাই পড়লে জ্ঞান বাড়ে। আমারা সময় পেলে এখানে এসে বই পড়ি। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত বলেন, বই পড়লে কেউ দেয়লিয়া হয়না। বই যতো পড়বে ততো অজানাকে জানতে পাড়বে। তাই আমরা মানুষকে বই পড়ার অভ্যস্ত করারজন্য এই জ্ঞানের লাইব্রেরী তৈরি করেছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *