December 21, 2024, 2:27 pm
ষ্টাফ রিপোর্টারঃ
বর্তমান সরকার মাদ্রাসা ও ইসলামী শিক্ষার আমূল সংস্কার সাধন করছে। এর আগে কোনো সরকার মাদ্রাসা শিক্ষার গুণগত পরিবর্তনে এতো ব্যাপক কর্মকাণ্ড করেনি।
শিক্ষামন্ত্রী ড.দীপু মনি এমপি শনিবার (২৩ শে সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে রাজশাহী বিভাগের আওতাধীন সকল মাদ্রাসা শিক্ষকদের অংশ গ্রহণে আয়োজিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ১৫আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা এবং শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক রাজশাহী বিভাগীয় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শিক্ষা অধিদপ্তরের মহাসচিব (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে উপস্হিত ছিলেন শিক্ষা সচিব, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, মাওঃ হাসান মাসুদ, মাওঃ আবুল ফারাহ ড.মোঃ ইদ্রিস খান মাওঃ আতিকুর রহমান মাওঃ আনসারুল্লাহ মাওঃ আক্তার হোসেন প্রমুখ।
মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক অর্থ আবুল বাশার এর সঞ্চালনায় সেমিনারে রাজশাহী বিভাগের
সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষসহ দু হাজার মাদরাসা প্রধান উপস্থিত ছিলেন আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষায় এমন গুণগত পরিবর্তন আনতে কাজ করছেন, যাতে মাদ্রাসা শিক্ষায় ছাত্রছাত্রীরা দেশের খ্যাতনামা আলেম-ওলামা হবেন, বিশ্ব মুসলিম দরবারে নেতৃত্ব দেবেন, ডাক্তার-ইঞ্জিনিয়ার বা বড় বড় চাকরিজীবী হবেন, জ্ঞান-বিজ্ঞানে সমাজের অগ্রসর সারিতে অবস্থান করবেন।এ লক্ষ্যে আমরা মাদ্রাসা শিক্ষার কারিকুলামে যুগোপযোগী পরিবর্তন এনেছি এবং অনেকটাই সফল হয়েছি।
মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ / শ্রেণি পাশেও চাকুরির সুযোগ পাবে শিক্ষকরা,
এবতেদায়ি মাদরাসার উপবৃত্তি ও অন্যান্ন সুযোগ সুবিধা দেয়ার ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন
ধর্মীয় বিষয়গুলোর মান ও উৎকর্ষতা অক্ষুন্ন রেখে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, কম্পিউটার ইত্যাদি বিষয় যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ইসলামী শিক্ষায় উচ্চতর জ্ঞান ও গবেষণা কাজ চালানোর লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আমরা ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন- জাতির জনক বঙ্গবন্ধুর সব সনয় মানুষ কল্যাণে কাজ করেছেন। বঙ্গবন্ধুর সেই নীতি অব্যাহত রাখতে আমরা আবারো এই উন্নয়নের সরকারকে দেখতে চাই। সে লক্ষে শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
সাধারণ শিক্ষায় অনার্স কোর্স ৩৩০০ নম্বরের হলেও দেশের কয়েকটি সিনিয়র মাদ্রাসায় উন্নত কোর্স কারিকুলাম সম্পন্ন ৪৩০০ নম্বরের চার বছর মেয়াদী অনার্স কোর্স প্রবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে একটি এফিলিয়েটিং আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ এগিয়ে চলেছে। জাতীয় শিক্ষানীতির আলোকে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাদানের লক্ষ্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম-ওলামাদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়েছে।
দীপু মনি বলেন, আল কোরআন আমার জীবনের সংগী, যা আমি সব সময় পড়ি,মাদরাসা শিক্ষক দের জন্য যা করা দরকার তার সব কিছু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন-জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকারের সময়ে জাতীয় শিক্ষানীতির আলোকে এবতেদায়ি সমাপনী ও জেডিসি পরীক্ষা চালু করা, নতুন কারিকুলাম প্রণয়ন, প্রায় দুই হাজার মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ, পৃথক মাদ্রাসা শিক্ষা অধিদফতর চালুর নেওয়া, সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বয় করে মাধ্যমিক স্তরে বাংলা ও ইংরেজিতে ১০০ নম্বরের স্থলে ২০০ নম্বর করা, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৩৫টি মডেল মাদ্রাসা বাস্তবায়ন, জেডিসিতে বৃত্তি ব্যবস্থা চালু করাসহ নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
মন্ত্রী আরো বলেন, শিগগিরই সাধারণ শিক্ষকদের মতো মাদ্রাসা শিক্ষকদের জন্য বিএড ও এমএড কোর্স শুরু করা হবে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার বারবার প্রমাণ করেছে, এদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই ইসলামী শিক্ষার উন্নয়ন ও প্রসার ঘটে। তিনি শুধু রাজনীতির জন্য বিরোধিতা নয়, ইসলামী শিক্ষার সত্যিকারের উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নে দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, শিক্ষক, শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।