হবিগঞ্জে ডাক দিয়ে যাই সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি।। ২২ সেপ্টেম্বর ২০২৩, রোজ শুক্রবার দুপুর সাড়ে বারটায় মৌলনা আসাদ আলী ডিগ্রি কলেজ বাউবি শিক্ষার্থী কল্যাণ সর্বপ্রথম ও সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, রেলি, প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা সহ নানা কর্মসূচি মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি স্টাডি সেন্টারঃ (৬৬৩)মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজ।বিএ/বিএসএস/ ডিগ্রি প্রোগ্রামের সমন্বয়কারী,জনাব মোঃ জহির উদ্দিন স্যারডাক_দিয়ে_যাই সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।জনাব মোঃ খালেদুজ্জামান খান আঞ্চলিক পরিচালক, বাউবি, সিলেট। আরো উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক, জসিম উদ্দিন অসিম
ডাক দিয়ে যাই হবিগঞ্জ জেলা।
এ ছাড়া আর উপস্থিত ছিলেন বাউবি হবিগঞ্জ জেলা বিভিন্ন স্টাডি সেন্টারের ও বিভিন্ন প্রোগ্রামের বাউবি শিক্ষার্থীবৃন্দ সাকাওয়াত চৌধুরী (আকিব), সাব্বির আহমেদ, গিয়াস উদ্দিন, মোঃ কামরুল আলম সোহেল, মাসুক, পারভেজ, দীপঙ্কর সূত্রধর,মনির তালুকদার, আব্দুল খালেক আব্দুর রউফ জনি, মোঃ ফারুকুল ইসলাম নুরুজ্জামান, মোঃ ইমরান, মোঃ মোশারফ, আব্দুল কাইয়ুম, মোঃ সোলেমান,আফিয়া আক্তার শিউলি,নাসরিন আক্তার, তাহমিনা আক্তার,
ইসরাত জামান হেরা, রাবেয়া জেনি,তাসলিমা আক্তার,তামান্না প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *