পাইকগাছায় এক সাথে জন্ম নেওয়া জমজ তিন শিশু কন্যার এক জনের মৃত্যু; অর্থ সংকটে চিকিৎসা ব্যহত

ইমদাদুল হক, পাইকগাছা, খুলন্।
পাইকগাছায় এক সাথে জন্ম নেওয়া জমজ তিন শিশু কন্যার এক জন মারা গেছে। অর্থ সংকটে সন্তানের চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছে অসহায় পিতা মাতা। তিন কন্যা সন্তানের পিতা রবিউল ইসলাম জানান, পাইকগাছা উপজেলা হাসপাতালে নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া তিন শিশু কন্যা নিউমনিয়ায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বড় কন্যা রোজা মনি বৃহস্পতিবার মারা গেছে ও ছোট কন্য্ আয়শা খাতুন খুবই অসুস্থ। কিন্তু এখন আর চিকিৎসা সেবা প্রদান করতে পারছেন না অসহায় চা বিক্রেতা পিতা রবিউল ইসলাম। অর্থ সংকটে চিকিৎসা দিতে না পারায় এলাকার হাট- বাজারের লোকজনের নিকট থেকে সাহায্য নিয়ে চিকিৎসার চেস্টা চালিয়ে যাচ্ছে।
গদাইপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী জমজ তিন শিশু কন্যার মা বিউটি আক্তারের নরমাল ডেলিভারি হয় গত ২৮ জুলাই। ভালোবেসে নাম রাখে রোজা মনি,ফতেমা খাতুন, ও আয়শা খাতুন। শিশু তিনটি জন্মের সাথে সাথেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। হতদরিদ্র রবিউল ইসলাম একজন হতদরিদ্র চা বিক্রেতা। তিনটি কন্যা সন্তানের চিকিৎসা দিতে গিয়ে চায়ের দোকান বন্ধ হয়ে যায়। জায়গা জমি বা কোন সম্পদ বলতে কিছুই নেই। চোখে মুখে হতাশার ছাপ রবিউল ইসলাম জানান, বড় কন্যা রোজা মনি মারা গেছে ও ছোট কন্যা আয়শা খাতুন খুবই অসুস্থ। তাদের বাঁচানোর জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন।যার জন্য অনেক টাকার প্রয়োজন। তার টাকা নেই, তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের মানুষের কাছে সাহায্য চেয়েছেন তার কন্যা সন্তানের চিকিৎসার জন্য।

ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *