উপ-সচিবের ক্ষমতার দাপট থেকে বাঁচাতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষা মন্ত্রণালয়ের ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপ-সচিব মোসা. রোকেয়া পারভীনের ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও ভূমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোনাপাড়ার নিজ বাড়ীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী মো: মানিক সরদার। এ সংবাদ সম্মেলনে হানিফ সরদার, মা ইয়ারুন্নেছা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপ-সচিব মোসা. রোকেয়া পারভীন তার মা পান্না রহমানকে দিয়ে একের পর এক মিথ্যা মামলা করিয়ে আমাকে ও আমার পরিবারকে হয়রানী করছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে বেআইনীভাবে আমাদের ভূমি দখলে নিতে পায়তারা করছেন। আমার বাবা ১৯৪০ সালে ১৭ শতাংশ জমি ক্রয় করে বসতি স্থাপন করে বসবাস করে আসছিল। কিন্তু আমার বাবা মারা যাবার পর আমরা ঢাকা থাকলেও মা বাড়ীতেই থাকেন। ফলে বাড়ীতে না থাকার সুযোগে উপ-সচিব মোসা. রোকেয়া পারভীনের মা পান্না রহমান প্রায় ৬ শতাংশ জমি নিজ নামে রেকর্ড করিয়ে নেন। পরে জমির মালিকানা নিতে ২০১৮ সাল থেকে এখন পযর্ন্ত আমাদের নামে ১১টি মামলা দেন। এর মধ্যে ৯টি মামলার রায় আদালত আমদের পক্ষে দিয়েছেন।

তিনি আরো বলেন, সবশেষ ২০২২ সালের ১০ অক্টোবর জমি দখল করতে আদালতে মামলা দায়ের করনে। কোর্টের জারিকারক ও পোষ্ট অফিসের পিয়নকে ম্যানেজ করে সমন নোটিশে অন্য লোক দিয়ে স্বাক্ষর করে আমার ও আমার নামে সমন জারি দেখানো হয়েছে। এতে আমরা কিছু না জানলেও আদালত একতরফাভাবে রায় দেন। পরে ২০২৩ সালের ১৯ অক্টোবর মামলার রায় নিয়ে আমার জমির উপর থাকা ঘর ভেঙ্গে দেয়।

তিনি আরো বলেন, উপ-সচিব রোকেয়া পারভীন আমাদের ফোন দিয়ে দেখে নেয়ার হুমকী দেন এবং একের পর এক মামলা দিয়ে হয়রানী করে চলছে। আমাদের বৈধ ভূমি জবর দখল করতে মরিয়া হয়ে উঠেছেন। এতে আমরা চরম নিরাপত্তাহীনতা ভূগছি। উপসচিব রোকেয়া পারভীনের পরিবারের মিথ্যা মমলা, হুমকী ও হায়রানী থেকে বাঁচতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষা মন্ত্রণালয়ের ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপ-সচিব মোসা. রোকেয়া পারভীনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মানিক সরদার ও হানিফ সরদারকে চিনি না। তবে এব্যাপারে তার বক্তব্য জানতে চাইলে তিনি মিটিং-এ আছেন বলে ফোনটি কেটে দেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *