উজিরপুরে দয়ানন্দ অবধুত গুরু মহারাজের তীরধান দিবসে নামযজ্ঞ কীর্তন পরিদর্শন করলেন এমপি শাহে আলম

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর পৌরসভার কর্মকার পাড়ায় দয়নন্দ অবধুত গুরু মহারাজের তীরধান দিবস উপলক্ষে ৪ দিন ব্যাপী গুরু নাম যজ্ঞ কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহ আলম।

২৩ সেপ্টেম্বর শনিবার গুরু নাম যজ্ঞ কীর্তন অনুষ্ঠানের ৩য় দিনে  কীর্তন কমিটির সভাপতি শিশির কান্তি ব্রহ্মের সভাপতিত্বে ও রাজীব  কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। এ সময় তিনি বলেন সকলে মিলে মিশে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,  উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, কীর্তন কমিটির সাধারণ সম্পাদক বিমল বাড়ৈ, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  উত্তম কুমার, উজিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস সাহা,আশোক দাশ, অশোক রায় চৌধুরী,সহদেব দাশ,বরুন মিত্র,রিপন দাশ,প্রমুখ।

কীর্তন কমিটির সভাপতি শিশির কান্তি ব্রহ্ম বলেন ৪ দিন ব্যাপী এই  অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ৬ টি কীর্তন দলের মাধ্যমে সুন্দর  আয়োজনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,  হাজার হাজার ভক্তবৃন্দের প্রতিদিন ৩ বেলা প্রসাদ বিতরন করা হয়েছে। আগামী কাল ২৪ তারিখ অনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শেষ হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *