আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামীসহ গ্রেফতার পাচ

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

লালমনিরহাটের আদিতমারী থানার পুলিশ ঢাকা, গাজিপুর, নারায়নগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন। আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মেঃ মোজাম্মেল হক,এর নিদের্শে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই/ গোকুল চন্দ্র বর্মন, এসআই/ সালেহুর, এএসআই/মোঃ শাহাদুল ইসলাম, এএসআই/ তপন কুমার, এএসআই /পলাশ চন্দ্র সঙ্গীয় ফোর্স সহ ঢাকা, গাজিপুর, নারায়নগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এম আর নং-১৩৯/২২ এর আসামী ১। আবুল হোসেন, পিতা-মৃত করিম বক্স, সাং-মদনপুর নামুরির হাট, জিআর ৪৬/১৬ এর আসামী ২। আবুল হোসেন, পিতা- মৃত আছর উদ্দিন, সাং-ভেলাবাড়ী শালমারা, এনজিআর-৬৪/২৩ এর আসামী ৩। আজাহার আলী, পিতা-মৃত কাছিম উদ্দিন,সাং- বারঘড়িয়া, সিআর- ১৮২/২১ (৬ মাসের সাজা) আসামি ৪। মোঃ ফিরোজ মিয়া, পিতা- জয়নুদ্দিন, সাং- মধুপর, এবং জিআর-৩৮/১৯, ৪৯৩/১৮, ৫৯৭/১৯ সহ তিনটি মামলার পরোয়ানাভুক্ত আসামী ৫। মোঃ মিজানুর রহমান, পিতা-শফিকুল ইসলাম, সাং-সারপুকুর, সকলের থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, গাজিপুর, নারায়নগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামীদের কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

হাসমত উল্লাহ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *