December 21, 2024, 4:22 pm
হবিগঞ্জ প্রতিনিধি।।
গত ২২ সেপ্টেম্বর রাত অনুমান ১০:০০ ঘটিকার সময় হবিগঞ্জ সদর মডেল থানাধীন আধুনিক জেলা সদর হাসপাতালের সামনে রাস্তার উপর হইতে একটি টমটম গাড়ী চুরি হয়।
টমটম গাড়ীর মালিক থানায় অভিযোগ দায়ের করেন। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর দিক নির্দেশনায় এসআই/ রুবেল দাস ও এএসআই/মিয়াদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ সদর মডেল থানাধীন ধুলিয়াখাল হইতে চোরাইকৃত টমটমসহ আসামী ১। মিজানুর রহমান(৩৩), পিতা-ইয়াকুব আলী, মাতা-হাজেরা খাতুন, ২। জুলি আক্তার(২৫), স্বামী-মিজানুর রহমান, উভয় গ্রাম-পাঁচগাঁও, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ আসামি দ্বয়কে গ্রেফতার করেন এবং চোরাইকৃত টমটমটি থানায় নিয়া আসেন। পরবর্তীতে চোরাইকৃত টমটম গাড়ীর মালিক রশিদ মিয়া (৩০), পিতা-আব্দুল গণি, গ্রাম-শিয়াল দারিয়া, থানা- হবিগঞ্জ সদর, জেলা হবিগঞ্জ
থানায় লিখিত এজাহারটি অফিসার ইনচার্জ মামলা হিসেবে গ্রহণ করে ২জন চোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।