পাইকগাছার বগুড়ার চক মাধ্যঃ বিদ্যাঃ আঃ রব-সভাপতি নির্বাচিত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার বগুড়ার চক মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন সাবেক সেনা সার্জেন্ট আঃ রব। ২১ সেপ্টেম্বর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে এডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আঃ রব গড়ইখালী ইউনিয়নের পাতড়াবুনিয়া বুনিয়ার গাজী আঃ সাত্তারের ছেলে। এ পর্যন্ত এ শিক্ষা প্রতিষ্ঠানে ৪র্থ বার এডহক কমিটি গঠন হল। সর্বশেষ কমিটি সংশ্লিষ্টরা হলো শিক্ষক প্রতিনিধি রনজিৎ কুমার মন্ডল, অভিভাবক সদস্য মোঃ,জাহাঙ্গীর আলম ও পদাধিকার বলে বিদ্যালয় প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার হয়েছেন কমিটির সদস্য সচিব।
জানাগেছে, ইতোপূর্বে এ,কে,পি,কে,এম,এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন নিয়ে দুটি প্যানেলে দু’বার প্রতিদ্বন্দ্বীতা পূর্ন নির্বাচনে অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়। কিন্তু চুড়ান্ত পর্যায়ে সভাপতি নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দু’সভাপতি প্রার্থী স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী মোল্যা ও অবঃ সেনা সার্জেন্ট আঃ রব দু’বারও সমান-সমান ভোট পাওয়ায় সভাপতি নির্বাচন করা সম্ভব হয়নি।

প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *