জলাবদ্ধতা নিরসনে নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ চান তারাগঞ্জের মানুষ

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাটবাজারগুলো থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়। কিন্তু এসব হাটবাজারে উন্নয়নের ছোঁয়া লাগেনি বোলেই চলে। পর্যাপ্ত নালা-নর্দমা থাকলেও নেই পানি নিষ্কাশন এর ব্যবস্থা তাই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
উপজেলার পাঁচটি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ১৮টি হাটবাজার রয়েছে। এর মধ্যে তারাগঞ্জ, ইকরচালী, বালাবাড়ী, বুড়িরহাট, ডাঙ্গীরহাট ও চিকলীর বাজার। সরেজমিনে দেখা গেছে, তারাগঞ্জ বাজারে পানিনিষ্কাশনের নালা থাকলেও । পরিকল্পনামাফিক নির্মিত না হওয়ায় এসব নালা দিয়ে পানিনিষ্কাশন হয় না। উল্টো নালাগুলো আবর্জনায় পরিপূর্ণ হয়ে সব সময় দুর্গন্ধ ছড়ায়। এতে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগে পড়তে হয়।

তারাগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী লিমন হোসেন বলেন, শুধু ক্রেতা বিক্রেতা নয়, কেল্লাবাড়ী, থানাপাড়া, জদ্দিপাড়া , মাছুয়াপাড়া ও ডাঙ্গাপাড়া গ্রামের ছেলে-মেয়েদের তারাগঞ্জ বাজারের রাস্তা পার হয়ে স্কুলে আসতে হয়। ফলে ওই বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হলে বিদ্যালয়ে ছেলে-মেয়েরা আসতে পারে না, জলাবদ্ধতা নিরসনে চাই ইউএনও স্যারের হস্তক্ষেপ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা সাথে কথা হলে তিনি বলেন, জলবদ্ধতার বিষয়টি সারা জমিনে ঘুরে সবাইকে সাথে নিয়ে খুব দ্রুত সমাধান করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *