শোভা ত্রিপুরার”নক্ষত্রের আলোয় আলোকিত যারা” প্রকাশনা উৎসবে সাফকাত ভূইয়া

(রিপন ওঝা,মহালছড়ি)

খাগড়াছড়ির মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ক্রীড়া শিক্ষক সুইহ্লাঅং রাখাইন পিপলু’র সঞ্চালনায়”নক্ষত্রের আলোয় আলোকিত যারা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লেখিকা শোভা ত্রিপুরা’ র “নক্ষত্রের আলোয় আলোকিত” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার সাফাকাত ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা ও ঠিকাদার চৌহ্লাপ্রু চৌধুরী,
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, রিপোর্টারগণ উপস্থিত ছিলেন।

উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব বিমল কান্তি চাকমা।

২১সেপ্টেম্বর সকাল ১১.০০ঘটিকায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরুর পূর্বে পবিত্র গ্রন্থ থেকে পাঠ করা হয়, আগত অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয় এবং শেষে দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য পরিবেশন করা হয়েছে।

উল্লেখ্যে যে, লেখিকা শোভা ত্রিপুরা’ ২০১৭ সালে বেগম রোকেয়া পুরস্কার বিজয়ী হয়েছেন। উনার প্রয়াত স্বামী লেখক মংছেনছিং রাখাইনও একুশে পদকে ভূষিত হয়েছিলেন। আজকের মহতী অনুষ্ঠানে লেখিকার বড় মেয়ে ও আত্মীয় স্বজন এসেছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *