পানছড়িতে ১২০০ প্যাকেট বিদেশী সিগারেট জব্দ; আটক-১

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পানছড়িতে প্রায় ২ লক্ষ টাকার ১২০০ প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার পূর্বক জব্দ ও ১ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে পানছড়ি কলোনিপাড়া উপজেলা মাঠ সংলগ্ন মেইন সড়কের উপর চেকপোস্ট ডিউটি করা কালে ০১(এক)টি ব্যাটারি চালিত অটো রিক্সা গাড়িসহ আসামী প্রিয়তম দেওয়ান (২৯),পিতা, রণধীর দেওয়ান, সাং-দেওয়ানপাড়া ০৩নং ওয়ার্ড ৫ নং ভাইবোনছড়া ইউপি থানা ও জেলা-খাগড়াছড়ি সদর কে ১২০০ প্যাকেট বিদেশি সিগারেট super slim Mond সহ আটক করা হয়।

পানছড়ি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার অফিসার ইনচার্জ হারুনর রশীদ এর সার্বিক তত্বাবধানে ও এসআই(নি:) সৈয়দ সানাউল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আসামীকে আটক করা হয়।

সর্বমোট ১২০০ প্যাকেট জব্দকৃত বিদেশী সিগারেট এর সিজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

পানছড়ি থানা সূত্রে আরও জানা যায়, আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *