December 22, 2024, 6:17 am
প্রেস বিজ্ঞপ্তি
নীলফামারীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট অভিযানে ৬০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
গত ২০-০৯-২০২৩ ইং তারিখে উপজেলা প্রশাসন, জলঢাকা, নীলফামারী ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে- মেসার্স নীলসাগর কনজুমার প্রোডাক্টস লিঃ, টেংগনমারী, জলঢাকা, নীলফামারী এর সরিষার তেলের বোতলে পরিমাপে কম পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ অনুযায়ী ২৯ ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টে মামলা প্রদান করা হলে নগদ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে মামলাটি নিষ্পত্তি করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব এ বি এম সরোয়ার রাব্বী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জলঢাকা, নীলফামারী। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর কর্মকর্তা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) ।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।