December 22, 2024, 5:58 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বিটিএ পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ফজলুল হক নির্বাচিত সুজানগর এন এ কলেজের সভাপতি হলেন শহিদুর রহমান সুজানগরে ফসলি জমিতে ইটভাটা,হুমকির মুখে আবাদ ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু তানোরে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা তানোরে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ কর্মী সভা দুর্বার তারুণ্যের বংকিরার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিতে পাইকগাছার জনজীবন বিপর্যস্ত খ্রিস্টধর্মাবলম্বীদে বড় দিন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ
তানোরে প্রতিকুল আবহাওয়ায় মাছে মড়ক

তানোরে প্রতিকুল আবহাওয়ায় মাছে মড়ক

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী তানোরে টানা তাপদাহের পর হঠাৎ ভারি বৃষ্টিতে অধিকাংশ পুকুরে গ্যাস ও অক্সিজেন সংকটের সৃষ্টি হয়েছে। এতে পুকুরে মাছের মড়ক দেখা দিয়েছে,
নানা প্রজাতির বিভিন্ন সাইজের মাছ
মরে ভেসে উঠছে। গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে উপজেলার বিভিন্ন এলাকার পুকুরে মাছ মরে ভেসে উঠার খবর পাওয়া গেছে। এতে মাছ চাষিরা চরম বিপাকে পড়েছে। তারা বলছে, কয়েক দিনের টানা তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টিতেও মাছ মারা যাচ্ছে। এছাড়াও অধিকাংশ পুকুরে এয়ারেটর (পানিতে অক্সিজেন সরবরাহের যন্ত্র) না থাকায় অক্সিজেনের যোগান দিতে পারছে না। এসব পুকুুুরে ঠান্ডা পানি সরবরাহেরও কোনো ব্যবস্থা নাই।এদিকে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি স্থানীয় মৎস্য বিভাগ। তবে কর্মকর্তা বলছেন, সংকট মোকাবিলায় তারা নিয়মিত চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন।
জানা গেছে, উপজেলার মুন্ডমালা পৌরসভার করিমপুর মহল্লার জুয়েল রানা জানান, তার প্রায় এক একর আয়তনের পুকুরে বহু কার্প জাতীয় মাছে মরে ভেসে উঠেছে। হাসনাপাড়া মহল্লার মাসুদ, জয়নাল রাশেদুল জানান, তাদের প্রায় সাড়ে ৩ একর পুকুরে প্রায় আড়াই লাখ টাকার মাছ মরে গেছে। বৈদ্যপুর গ্রামের কালাম ডাক্তার জানান তার ২টি পুকুরে প্রায় ৩ লাখ টাকার মাছ মরে গেছে তবে কিছু মাছ বিক্রি করতে পেরেছেন।পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের মোকছেদ জানান তার ৩ বিঘা আয়তনের পুকুরে প্রায় দেড় লাখ টাকার মাছ মরে গেছে। এছাড়াও বনকেশর গ্রামের আঃ বারি, শরিফুল ইসলাম ও কামারগাঁ ইউনিয়নের তোফাজ্জল হোসেন জানান তাদের পুকুরে অক্সিজেন সংকটের কারনে মাছ মারা যাচ্ছে। এছাড়াও কন্দপুর গ্রামের এনামুল, কাফি, বংপুর গ্রামের রফ, তানোরের ইয়াকুব-নওশাদ, রইস, কৃষ্ণপুরের ইব্রাহিম আর্মি, জুয়েল কাজী,পাঠাকাটার ইয়াকুব,কোয়েলহাটের মুকুল-বকুল, হরিশপুরের সারোয়ার ও ধানতৈড়ের জুয়েলসহ অনেক মাছ চাষির পুকুরের মাছ মরে ভেসে উঠেছে।
এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুল হোসেন জানান, প্রচণ্ড খরায় পানি স্বল্পতা আর তাপমাত্রা বাড়ায় পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মাছ মরে যাচ্ছে। এছাড়া অতিরিক্ত দাবদাহের পর হঠাৎ ভারী বৃষ্টি নামায় তাপমাত্রার তারতম্যের কারণেও মাছ মারা যাচ্ছে। তবে তারা মাছ চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন, তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে সমস্যা আর থাকবে না।#

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD