December 22, 2024, 5:45 am
বি এম মনির হোসেনঃ-
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বাকাল ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালী ও আলোচনাসভার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বর্ণাঢ্য র্যালী বাকাল ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বৃস্টি উপেক্ষা করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগ সহ সম্পাদক মোঃ আলামিন পাইক, মোঃ ভক্কার হোসেনসহ নেতৃবৃন্দরা। এর আগে নেতৃবৃন্দরা বাকাল ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।