পটিয়া কমার্স প্লাস কোচিং সেন্টারে’র শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
পটিয়ার ঐতিহ্যবাহী ব্যবসায় শিক্ষা ভিত্তিক প্রতিষ্ঠান কমার্স প্লাস কোচিং সেন্টারের এইচএসসি ব্যাচ ২০২৩ইং এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পটিয়া কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র সাইমন কামাল শিহাবের সঞ্চালনায় ও কমার্স প্লাস কোচিং সেন্টারের স্বত্বাধিকারী ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবিয়াল মোহাম্মদ ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জারি পাবলিকেশন পটিয়াস্থ মার্কেটিং অফিসার রাজা দাশ।
আরো উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী সিকান্দার হোসেন আশিক,সাকিব উল ইসলাম দৌলতী,মইনুল ইসলাম,শেখ রোবায়েত রাকিব,মিজান খান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে কমার্স প্লাস কোচিং সেন্টারের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন,আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে কমার্স প্লাসের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।এবারের এইচএসসি পরীক্ষায় কমার্স প্লাস থেকে পটিয়ার সর্বোচ্চ প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এবং আমি প্রত্যাকের সফলতা কামনা করি।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবার কমার্স প্লাস কোচিং সেন্টার থেকে এসএসসি পরীক্ষা দিবে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *