মান্তা নারী জেলেদের নেতৃত্ব নির্মাণ, ক্ষমতায়ন ও অধিকার সংরক্ষণ বিষয়ে সংলাপ

রফিকুল ইসলাম ঃ
তীরবর্তী নদী বা খালে ভাসমান নৌকায় বসবাসকরে জীবন তাগিদে মাছ ধরে জীবিকা নির্বাহের কাজ করে বেড়ানো সম্প্রদায়ই মান্তা। যাদের জন্ম নৌকাতে, মৃত্যু নৌকাতে ও বিবাহ শাদী নৌকাতেই হত। ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, জোয়ার-ভাটা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে চলা যাদের নিত্য সঙ্গী।
বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বসবাস করে এ মান্তা সম্প্রদায়। মান্তা নারী জেলেদের অধিকার, নেতৃত্ব নির্মাণ ও ক্ষমতায়ন বিষয় নিয়ে রাঙ্গাবালীতে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে সিডফ(SHEDF) সংলাপের আয়োজন করেন। এ সময় ভক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ব্যাক্তি বর্গ।
সভাপতিত্ব করেন, মোঃ শাহিন মিয়া নির্বাহী পরিচালক(সিডফ) এসময় বক্তব্যে তিনি বলেন, আমরা মান্তা সম্প্রদায় এর প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছি যাতে তাদের অধিকার আদায়, নেতৃত্ব ও ক্ষমতায়ন সম্পন্ন ব্যাক্তি হিসাবে পরিচিত হতে পারে। সমাজে অবহেলিত হিসাবে যেন পড়ে না থাকে। যোগ্যতা সম্পন্ন নাগরিক গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিডফ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *