তারাগঞ্জের সড়ক দুর্ঘটনায় আহত ২

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথি ব্রিজের উপর একটি পিকাপ ভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে । এতে ২ জন আহত হয়েছে ।

আহতরা হলেন , বিষ্ণুপুর কামারপাড়া লালমোহন চন্দ্রের ছেলে রতন কুমার (২৬), দোলাপাড়ার শাহিনুর ইসলামের ছেলে শিক্ষার্থী আল মামুন (১৮) ।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩ ঘটিকায় বৃষ্টির কারণে বেকারীর মালামালসহ পিকাপ ভ্যানটি চৌপথি ব্রিজ অতিক্রমের সময় ব্রিজের রেলিংয়ের সাথে সংঘর্ষ হয় । এতে ওই পিকাপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও রুবেল রানা বলেন, তাৎক্ষণিক আহত শিক্ষার্থী ও ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *