December 21, 2024, 2:26 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : এশিয়া কাপে বোর্ড ও খেলোয়াড় দুই পক্ষেরই ভুল ছিল বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল বলেছেন, এশিয়া কাপে সকল ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। একদশ গঠনের সঠিক খেলোয়াড় বাছাই করা ঠিক ছিল না। প্রতি ম্যাচে যদি ২১০ বা ২২০ রান করতে পারতো তাহলে মাচ জয়ের সম্ভবনা ছিল। পাকিস্তানে গিয়ে বোলারের জায়গায় ব্যাটসমান খেলানো হয়েছে। দুই পক্ষেরই এখানে ভুল ছিল। যাদের সুযোগ দেয়া হয়েছে তারা তাদের সর্বোচ্চটা দিতে পারেনি, এটা খোলোয়াড়দেরই দায় নিতে হবে।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গোপালগঞ্জ শহরে ইজি ফ্যাশানের ৭৮তম শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এসব কথা বলেন।
মোহাম্মদ আশরাফুল আরো বলেন, ওপেনিং জুটিটা সব সময় গুরুত্বপূর্ণ। দলের দুই গুরুত্বপূর্ণ ওপেনারের ইনজুরি ছিল। যারা ওপেনিং করেছেন তারা বড় রান করতে পারেনি। পরে মেহেদী হাসান একটি সেঞ্চুরী করেছে। আশা করবো নিউজিল্যান্ড সফরে যারা দলে সুযোগ পাবেন তারা ভাল খেলবে।
সাবেক অধিনায়ক আরো বলেন, তিন মাস আগেও দলটির ব্যলান্ড ছিল। দেশের মানুষ আশা করছিল বিশ্বকাপে ভাল কিছু হবে। হঠাৎ করে হাতুরে সিংহে বলেছেন এশিয়া কাপের পর যেন আমরা বিশ্বকাপে স্বপ্ন না দেখি। বিগত দিতে ভাল খেলার কারনে ভেবেছিলাম আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবার ঘোষনা দিয়েই যাবো। কিন্তু এখন পুরোটাই যেন ওলট পালট লাগছে।
মোহাম্মদ আশরাফুল আরো বলেন, অতীতে বিশ্বকাপে আমরা ৩টা ম্যাচ জিতেছি। এবার ৪টাবা ৫টা ম্যাচ জিততে পারলে অতীতের থেকে ভাল সাফল্য হবে। সেমিফাইনালে খেলতে হলে খেলোয়াড়দের সেরা খেলাটাই খেলতে হবে, সুস্থ থাকতে হবে। নিউজিল্যান্ড সিরিজে রিয়াদকে ভাল খেলতে হবে, তাহলে হয়তো সে বিশ্বকাপের দলে থাকতে পারবে।
এর আগে ইজি ফ্যাশানের ৭৮ তম শো-রুম উদ্বোধন করতে বিকাল ৫টায় গোপালগঞ্জে শহরে পৌঁছান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল। পরে তিনি ইজি ফ্যাশানের ৭৮ তম শো-রুম উদ্বোধন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় ইজি ফ্যাশানের কর্মকর্তা ও গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #