December 22, 2024, 6:05 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি, আগৈলঝাড়া শাখার ত্রি-বার্ষিক সন্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় শিক্ষক সমিতি সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, মোঃ শফিকুল হোসেন টিটু সভাপতি বাশিস বরিশাল শাখা, মোঃ আসাদুল আলম সাধারন সম্পাদক বাশিস বরিশাল শাখা, এইচ এম ইলিয়াস হোসেন সাংগঠনিক সম্পাদক বরিশাল অঞ্চল বরিশাল, প্রধান বক্তা মোঃ আবুল কালাম সাম্পাদক বরিশাল অঞ্চল বরিশাল, বীর মুক্তিযোদ্ধা দাশগুপ্ত আশীষ কুমার সহ অনেকে। পরের অধিবেশনে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবু,যুগ্ম সাধারন সম্পাদক শৈলেশ তফাদার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার মন্ডল, অর্থ সম্পাদক পুলিন চন্দ্র বাড়ৈসহ ৫৫ সদস্যের কমিটির নাম অনুমোদন করা হয়েছে।