December 22, 2024, 5:13 am
প্রেস বিজ্ঞপ্তি ঃ রাণীশংকৈল-পীরগঞ্জ পাকা রাস্তা সংলগ্ন গোগর চৌরাস্তার পূর্ব পার্শ্বের চার রাস্তার মোড়। যার উত্তরে গোগর আদর্শ দাখিল মাদরাসা এবং দক্ষিণে গোগর মাঝাটলার অবস্থান। পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় নামার সময় উভয় দিকেই কাঁচা রাস্তার মাটি কয়েক ফুট সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়। দু’পাশের কয়েক হাজার মানুষ পাকা রাস্তায় উঠতে ও নামতে অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছিল- ব্যাপারটি গোগর চৌরাস্তা তরুণ সমাজের নজরে আসলে, তারা নিজেদের টাকা দিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২ গাড়ি মাটি ভরাট করে দেয়। প্রতি গাড়ি মাটির বাজার মূল্য ২৫০০ টাকা হলে মোট ৫০০০ টাকা ও শ্রম দিতে তাদের নেই কোন আক্ষেপ, বরঞ্চ তারা এরকম কাজ করতে পারলে নিজেদের ধন্য মনে করেন।
এ ব্যাপারে তরুণ সমাজের কর্ণধার সুমন ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ হলে তিনি জানান, রাস্তার দু’পাশের মাটি সরে গিয়ে সৃষ্ট গর্তের কারণে কয়েক হাজার মানুষ পাকা রাস্তায় উঠতে-নামতে প্রতিদিন কষ্ট করেন। আমরা তরুণ সমাজ নিজেরা চাঁদা দিয়ে মাটি ভরাট করে দিলাম, যাতে আর কোন মানুষের কষ্ট না হয়। আপনাদের কে/কারা এরকম সমাজ সেবামূলক স্বেচ্ছাসেবী কাজ করতে বলেন? প্রশ্নের উত্তরে সুমন বলেন, আসলে আমাদের কেউ এরকমটা করতে বলেননি, আমাদের বিবেকের তাড়নায় আমরা প্রতিদিনই এরকম কোন না কোন কাজ করে থাকি। তবে হ্যাঁ, আমাদের এরকম উন্নয়ন মূলক কাজে উৎসাহ উদ্দীপনা যোগান ৪নং লেহেস্বা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আরমান কায়সার জুয়েল, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব রিপন সাফী, ঝাড়বাড়ী গোগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুনতাসির আল মামুন।
তাঁরা আমাদের নানা ভাবে সাহায্য সহযোগিতাও করে থাকেন।সুমন আরও বলেন, আমাদের স্বেচ্ছাসেবী কাজের নিয়মিত নিউজ করে থাকেন পীরগঞ্জ অনলাইন এসোসিয়েশন সাধারণ সম্পাদক জনাব আবু তারেক বাঁধন ভাই। আমরা তাঁর কাছেও কৃতজ্ঞতা পোষণ করি, তাঁর জন্য আমাদের ভালো কাজগুলো অন্য মানুষ জানতে পারছে, তারাও সমাজের নানা রকম স্বেচ্ছাসেবী কাজ করছেন।