December 22, 2024, 6:15 am
মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি ও শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন । ১২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি ৯টি ক্যাটাগরির মধ্যে ৩ টি ক্যাটাগরিতে উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠত্ত্ব ঘোষণা করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী ,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান এর উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির ( এসএমসি) সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া এই বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় এবং মোঃ মাহফুজুর রহমান জাহিদ গাজীকে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রহিমা পারভীন মালা জানান এ বিদ্যালয়টি ২০১২ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিল। ২০২২ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়টি ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুপান্তরিত হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৪ শত ৫ জন। শিক্ষক সংখ্যা ১৪ জন। বিদ্যালয়টি উপজেলা সদরে হওয়া সত্বেও অবকাঠামোর দিক দিয়ে অনেকাংশে অনুন্নত।