ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষার্থীদের বইপড়া নিশ্চিত করা,নৈতিক আচরণ নিয়ে গড়ে উঠা, বাৎসরিক দেয়াল পত্রিকা প্রকাশ করাসহ শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে দিন-রাতে ব্যাপক কর্মতৎপরতা দেখিয়ে চলছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।প্রাথমিক শিক্ষার মান যাচাই-বাছাই করে গুণগত মান নিশ্চিত করণে তিনি প্রতিদিন ছুটছেন স্কুলের দোয়ারে-দোয়ারে। অপরদিকে শিক্ষার্থীদের দক্ষ হিসাবে গড়ে তুলতে শিক্ষকদেরকেও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। এছাড়াও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি জেলা প্রশাসন গৃহীত ১৬টি কর্মপরিকল্পনাসমূহ বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সুপারিশশালা প্রণয়নের জন্য বিভিন্ন কর্মশালা করছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে এইউইও মাস্টার ট্রেইনার ও প্রধান শিক্ষকদের মাঝে উপকরণ বিতরণ অ্যান্টি-ভাইরাস-২০২৩ শীর্ষক ‘ প্রশিক্ষণ কর্মসূচি,শিক্ষার্থীদের নৈতিক আচরণের অধিকারী হিসাবে গড়তে কাবিং করবো স্মার্ট বাংলাদেশ গরবো এই প্রতিপাদ্য বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাবিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষে মতবিনিময় সভা,মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মাসিক সমন্বয় সভা এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ সহ বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার মানোন্নয়নে মা-বাবার ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে শিক্ষার্থীদের প্রতি ভূমিকা রাখার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে
উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মেরিনা সুলতানা,নাহিদা পারভীনসহ উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তাগণ।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, বর্তমান যুগ আইসিটির যুগ। সরকার শিক্ষার বিভিন্ন দিকে আইসিটির প্রয়োগ সফলভাবে বাস্তবায়ন করছে। তাই বর্তমান প্রজন্ম কে শিশুকাল থেকে আইসিটি বিষয়ে দক্ষ হিসাবে গড়ে তোলার আহবান জানান তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন-সেজন্যই শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি। শিক্ষকগণ তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দ্বারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত করতে সক্ষম হবেন। সভা শেষে প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের হাতে আইসিটি উপকরণ তুলে দেন।
কাবিং করবো স্মার্ট বাংলাদেশ গরবো এই প্রতিপাদ্য বাস্তবায়নের মাধ্যমে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাবিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক আচরণ ও সমাজ সেবামোলক কাজে উৎসাহিত করার মাধ্যমে গড়ে তুলতে পারলে সরকারের লক্ষ স্মাট বাংলাদেশ বিনির্মান করা সম্ভব। তাই শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসাবে গড়ে তোলার আহবান জানান তিনি।
উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনের সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মেরিনা সুলতানা,নাহিদা পারভীন,মুজাহিদুল ইসলাম,রুমী খান,জহিরুল ইসলাম,বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও দিঘারকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম,চকনজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রুমি, আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহমিদা পারভীন,উপজেলা কাব লিডার হাসিম উদ্দিন ফকির, আঞ্চলিক স্কাুউট লিডার নজরুল ইসলাম, আব্দুস সালামসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

Leave a Reply