যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনা

আজিজুল ইসলাম,
যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকায়। নিহত জাহাঙ্গীর আলম শার্শা উপজেলার সুড়ার ঘোপ গ্রামের মৃত বাবর আলীর ছেলে ও লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীর আলম তার পালসার মোটরসাইকেলে যশোর অভিমুখে যাচ্ছিলেন। পারবাজারে বিপরীতমুখি একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিক্ষক জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়। খুলনায় নেয়ার পথে যশোর শহরের মধ্যে তার মৃত্যু হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *