December 21, 2024, 12:14 pm
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
পাইকগাছা-খুলনা প্রধান সড়কে বাসের এক যাত্রীকে অজ্ঞান অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তার নাম সেলিম এটুকু মাত্র বলতে পেরেছে। এছাড়া তার কোন পরিচয় জানা যায়নি। তবে সবাই ধারনা করছে তার কাছে মাছ বিক্রির টাকা হাতিয়ে নেয়ার জন্যই এ ঘটনা ঘটতে পারে। বৃহস্পতিবার সকালে খুলনার গল্লামরাী মাছ বাজার থেকে বাসে উঠে পাইকগাছায় আসছিল। বাসের সিটে বসা অবস্থায় অজ্ঞান হয়ে থাকে। বাসের হেলপার রফিকুল ইসলাম জানান, পাইকগাছার কপিলমুনিতে দেখেন লোকটি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বেহুশ অবস্থায় হেলপার রফিকুল ও বাসের লোকেরা তাকে সাড়ে ১১ টার দিকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। হেলপার জানায় কেউ হয়তো তাকে অজ্ঞান করে টাকা পয়সা নিয়ে গেছে। পাইকগাছা থানা পুলিশ হাসপাতালে যেয়ে বিষয়টি জানার চেষ্টা করেন। তবে সে অজ্ঞান থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তেমন কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা