December 21, 2024, 2:25 pm
রফিকুল ইসলাম ঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১কেজি ৭০০ গ্রাম গাজাঁসহ মোঃ শাওন (২৩) ও মোঃ অপু খন্দকার (২৬) নামের দুই মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড যুগির হাওলা গ্রামের মোঃ আবুল এর ছেলে শাওন ও একই এলাকার আঃ নাসির খন্দকারের ছেলে অপু খন্দকার। মঙ্গলবার সন্ধা ৭টার সময় উপজেলাররাঙ্গাবালী সদর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড যুগির হাওলা গ্রামে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মোঃ রবিউল ইসলাম ও এসআই মোঃ আল-আমীন তালুকদার এর নের্তৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে মোঃ শাওন ও মোঃ অপু খন্দকার নামের দুই মাদক ব্যাবসায়ী কে যুগির হাওলা গ্রাম থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাজাঁসহ গ্রেফতার করা হয়। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।