ময়মনসিংহে মহানগরের২৮নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠনে আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় পার্টি ময়মনসিংহ মহানগর শাখার ২৮নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নগরীর ৮২ গঙ্গা দাস গুহ রোড দকীয় কার্যালয়ে সুন্দর মহলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও মহানগর জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

২৮নং ওয়ার্ড জাতীয় পার্টির অন্যতম নেতা সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম। এতে আরো উপস্থিত ছিলেন- মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাংবাদিক মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,সাব্বির হোসেন বিল্লাল,এডভোকেট আব্দুল কাইয়ুম , শাহজাহান মিয়া প্রমুখ।

সভায় মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে আরো তরান্বিত করতে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির ঘাঁটি হিসেবে পরিচিত ময়মনসিংহে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে সাহসী, ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত নেতাদের নিয়ে কমিটি গঠনের ব্যাপারে সবাই ঐকমত্য পোষণ করেন দলের নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *