January 10, 2025, 4:36 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর মডেল কলেজের বার্ষিক পরীক্ষা চলকালীন সময়ে পরীক্ষা গ্রহণের ভিডিও ধারণ ও নিজের ফেসবুক আইডিতে আপলোড করেছেন আইসিটি শিক্ষক আব্দুর রাজ্জাক খোকন। সম্প্রতি লালপুর মডেল কলেজে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, লালপুর মডেল কলেজে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষক আব্দুর রাজ্জাক খোকন ভিডিও ধারণ করেন। ভিডিওতে তিনি নিজেই কন্ঠ দিয়েছেন। তিনি বলছেন প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন লালপুর মডেল কলেজে বার্ষিক পরীক্ষা চলছে সুন্দর শান্তিপূর্ণভাবে। এখানে একজন ডিউটিরত শিক্ষক রয়েছেন তিনি ভালোভাবে পরীক্ষা নিচ্ছেন। ভিডিওতে আরো দেখা যায়, তিনি ভিডিও করার সময় অনেক পরীক্ষার্থী মাথা নিচু করছেন। কলেজে ছেলে পরীক্ষার্থীর থেকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশী। ভিডিও করার সময় এসব মেয়েরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এদিকে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়।
জানা গেছে, যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। সেখানে একজন দায়িত্বশীল শিক্ষক, কি বিবেচনায় স্মার্ট ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেন। এমনকি পরীক্ষা গ্রহণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন।
অভিভাবক মহলের ভাষ্য, পরীক্ষা কেন্দ্র সম্পর্কে যার কোনো ধারণা নাই, তিনি তো শিক্ষকতা করার যোগ্যতাই রাখেন না। তারা তার অপসারণ দাবী করেছেন। তা না হলে তারা তাদের সন্তানদের এখানে পড়াশোনা করাবেন না। এবিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, গত রবিবার থেকে পরীক্ষা শুরু হয়েছে। গত বৃহস্পতিবারে আইসিটি পরীক্ষা ছিল।ভিডিও ছাড়ার বিষয়ে তার অজানা। পরীক্ষা গ্রহণের ভিডিও বা টিকটক করা যায় কি না জানতে চাইলে তিনি জানান, এসব বিষয়ে আমার অজানা, আমি রাজ্জাককে যোগাযোগ করতে বলছি। এবিষয়ে আইসিটি শিক্ষক আব্দুর রাজ্জাক খোকন বলেন, এটা আমার জানা ছিল না, আমি আমার আইডি থেকে তুলে নিচ্ছি।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, পরীক্ষা চলাকালীন অবস্থায় ভিডিও করে ফেসবুক ছাড়া শুধু অপরাধ না মহা অপরাধ। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে কলেজের সভাপতি বলেন, ঘটনা তিনি শোনেছেন, সত্যতা পেলে শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।#