গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জুয়ারিকে গ্রেফতার করেছেন।
রবিবার দিবাগত-রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় ও থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলামের মুদির দোকানের উত্তর পার্শ্বের বাঁশঝাড়ে ও পশ্চিম বেলকা গ্রামস্থ চাঁন্দের মোড়স্থ শাহিন মিয়ার চায়ের দোকানের ভেতরে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতে নাতে ১২ জুয়াড়িকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বেলকা নবাবগঞ্জ গ্রামের ইলিয়াছ আলীর ছেলে জুয়ারি জহুরুল ইসলাম (৩০), ইদ্রিস আলীর ছেলে আনারুল ইসলাম (৪০), বাদশা মিয়ার ছেলে ফরিদ মিয়া(৩৬), আবুল হোসেনের ছেলে মতিউর রহমান (৩০), মৃত সোহরাব আলীর ছেলে মমিনুল ইসলাম (৪০), আতোয়ার আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৭), খলিল উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৩)। পশ্চিম বেলকা গ্রামের মৃত আছমত আলীর ছেলে নুর মোহাম্মদ মিন্টু (৩৮), নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৪০), মৃত জাবেদ আলীর ছেলে মুসলিম মিয়া (৩২), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মিজানুর রহমান (৪০) ও দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত হাবিবুল্লাহ’র ছেলে আজিজল হক (৫০)। এসময় জুয়া খেলার সরঞ্জাম, খেলায় ব্যবহৃত প্লাস্টিকের বস্তা ও জুয়ার বোর্ডে থাকা বিভিন্ন নোটের নগদ ৪ হাজার ১৬০ টাকা জব্দ করে পুলিশ।
তদন্ত ওসি মিলন চ্যাটার্জীর কথা হলে জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply