December 22, 2024, 6:10 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সাধারন মানুষকে সচেতনতা করতে ও ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র্যালী ও মশকনিধন কায্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটন প্লাজা, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।
“মশার আবাসস্থল ধ্বংস করি, মশামুক্ত বাংলাদেশ গড়ি”-এ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার সকালে শহরের চৌরঙ্গীর ওয়ালটন প্লাজার সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ৪০নং লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে শেষ হয়।
পরে ওই স্কুলের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এরপর মশা নিধনের জন্য মশকনিধন স্প্রে করা হয়।
এসময় ওয়ালটন প্লাজা, গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: ফনিউজ্জামান খান, ৪০নং লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানসহ ওয়ালটন প্লাজার কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়ালটন প্লাজা, গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: ফনিউজ্জামান খান বলেন, দেশব্যাপীসহ গোপালগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই সাধারন মানুষকে সচেতন করতে ওয়ালটন গ্রুপ সচেতনতামূলক কর্মকান্ড হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে সচেতনতামূলক র্যালী ও মশকনিধন কায্যক্রম পালন করা হল। আশা করি সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। আগামীতেও ওয়ালটন গ্রুপের এ কায্যক্রম অব্যাহত থাকবে। #