উজিরপুর পৌরসভায় নিয়ম না মেনে রাস্তা কেটে বহুতল ভবন নির্মান,কাজ বন্ধের নির্দেশ।

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরের পৌরসদরে ৫ নং ওয়ার্ডে কলেজ গেট-কালিরবাজার রোডে সদ্য নির্মিত সরকারী আরসিসি ঢালাই রাস্তাকেটে নিয়ম না মেনে বহুতল ভবন নির্মান করছেন প্রবাসী মাহবুব সিকদার,১১ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে ভেকুদিয়ে মাটি কাটা শুরু করে চারদিকে টিনদিয়ে ঢেকে রাখে,যাতে কেউ দেখতে না পায়।

রাস্তা ভেঙে যাওযার উপক্রম হলে স্থানীয়রা বিষয়টি পৌরসভায় অবহিত করে। বিকাল ৬ টায় উজিরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৌখিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান,৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম মামুন,৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির সিকদার,সহ কয়েকশত স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

এদিকে ভেকুদিয়ে মাটিকাটার কারনে নির্মানধীন ভবনের পুর্বপার্শের শহীদ সরদার, দক্ষিণ পার্শে হিরন হাং এর ভবন এবং পশ্চিম পার্শে মালেক একাউন্টেন্ড এর কবরস্থান ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
এ ব্যাপারে নির্মানধীন ভবনের মালিক মাহাবুব সিকদার জানান, সরকারী রাস্তা পর্যন্ত ভেকুদিয়ে মাটি কাটা আমার ভুল হয়েছে।
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন জানান ভবনের নিতিমালা না মেনে নির্মানকাজ শুরু করেছেন মৌখিক ভাবে তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছ। আগামীদিন লিখিতভাবে কাজ বন্ধের নোটিশ দেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *