উজিরপুরে কিশোরী ধর্ষনে সন্তান প্রসব, অবসরপ্রাপ্ত সেনার সদস্যের বিরুদ্ধে মামলা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র ধষর্ণে অসহায় এক কিশোরীর সন্তান প্রসব ঘটনায় মামলা দায়ের করেছেন ওই কিশোরীর মামা । মামলা ও স্থানীয়সূত্রে জানা যায়, গত ২৩শে আগস্ট বুধবার রাত ৮ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে সন্তান প্রসব করে । বাবা-মা হারা খ্রিস্টান সম্প্রদায়ের এক কিশোরী কলেজ ছাত্রী(১৬), বৈবাহিক সম্পর্ক বিহীন কিশোরী মা হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, কিশোরী জানান ১০ মাস পূর্বে বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামে মৃত আব্দুস সোবান মৃধার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্বপন মৃধার (৪৮)নিজ ব্যবসা প্রতিষ্ঠানে জোর পূর্বক ধর্ষণ করে। এবং ধর্ষণের দৃশ্য ভিডিও করে রাখে, ওই কিশোরী আরো জানান উল্লেখ্য ঘটনা কাউকে জানালে তাকে ধর্ষণ করার ভিডিও ভাইরাল করে দিবে বলে ব্ল্যাক মেইন করে আরো কয়েক বার ধর্ষণ করে স্বপন মৃধা। উল্লেখিত ধর্ষক স্বপন মৃধা সেনাবাহীনি থেকে ৬ বছর পূর্বে অবসর গ্রহন করে নিজ এলাকায় মৃধা স্টোর নামে একটি দোকান পরিচালনা করে আসছে। গত নির্বাচনে ওই গ্রামের ইউপি সদস্য প্রার্থী ছিলেন । এর পূর্বেও মূলপাইন গ্রামের এক নারীকে ধর্ষণ করে তিন লাখ টাকায় রফাদফা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই কিশোরী বাবা-মায়ের মৃতুর পরে নানা বাড়ী ধামসর খ্রিস্টান পল্লীতে বসবাস করে পড়াশোনা চালিয়ে আসছিলো। কিশোরীর মামা, সুমন পান্ডে জ্যোতি গত ১০ সেপ্টেম্বর মৃত্যু আব্দুস সোবাহান মূর্ধার ছেলে মোঃ স্বপন মৃধা( ৪৮) অভিযুক্ত করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।অভিযুক্ত স্বপন মৃধা পলাতক থাকায় একাধিকবার মুঠোফনে ফোন দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: কামরুল হাসান মামলা দায়ের সততা স্বীকার করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *