সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। মঙ্গলবার উপজেলার চিনাখড়া স্কুল এন্ড কলেজ চত্বরে বৃক্ষ রোপণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচিতে এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, চিনাখড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, আমরা সুজানগরবাসী গ্রুপের সদস্য আসাদুজ্জামান আসাদ, মাসুদ রানা, তানজিম খান সজল সহস্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, এবছর সুজানগর উপজেলায় লক্ষাধিক ফলজ,বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির উদ্দেশ্যে বলেও জানান ইউএনও।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *