মুরাদনগরে উপজেলা স্কুল ভিত্তিক গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগীতায় মেটংঘর বি আর আই এম উচ্চ বিদ্যালয় ফাইনালে

মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় স্কুল ভিত্তিক গ্রীষ্মকালীণ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।আর এই ফুটবল খেলায় অংশ গহন করেছে বাঁশ কাইট হাই স্কুল, রামচন্দ্রপুর হাই স্কুল, মেটংঘর বিআরআই এম উচ্চ বিদ্যালয়, মুরাদনগর সরকারি ডিআর উচ্চ বিদ্যালয়,গতকাল

বাঁশকাইট স্কুলকে ৩-০ গোলে এবং রামচন্দ্রপুর স্কুলকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উত্তির্ন হওয়ায় মেটংঘর বি আর আই এম উচ্চ বিদ্যালয়ের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন জানান অভিভাবক বৃন্দ।
জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে জয় হতে পারে এমন প্রত্যাশা করেন মেটংঘর বিআর আই এম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক বৃন্দ।খেলায় উপস্থিত ছিলেন

প্রধান শিক্ষক মোঃ শাহ আলম,ম্যানেজিং কমিটির সভাপতি এম এ হান্নান, সিনিয়র সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন।
আগামী ১২ ই সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মুরাদনগর সরকারি ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে।এতে মেটংঘর বি আর আই এম উচ্চ বিদ্যায়লের অধিনায়ক থাকবেন তাহসিন হোসেন সৌরভ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *