রিপন ওঝা,মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে “মাছ উৎপাদন বৃদ্ধি করি” সুখি সমৃদ্ধি দেশ গড়ি” এই স্লোগানে আজ ১০সেপ্টেম্বর রবিবার-২০২৩ সকাল ১০.৩০ঘটিকায় উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক উপজেলা পরিষদের সামনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও চাষিদের মাঝে পোনা নয়, বড়বড় মাছ বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীন কুমার চাকমা জানান যে, মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার প্রায় প্রাতিষ্ঠানিক পুকুর ও মৎস্য চাষিদের মাছ চাষীদের মাঝে ৫কেজি হারে ৫০জনকে পোনা নয়, বড়বড় মাছ বিতরণ করা হয়েছে।
অপরদিকে মাছ চাষী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন এমন বড়বড় মাছ আমাদের মাঝে এমন সাইজের বিতরণ করা হলে লাভ কি প্রকার হবে। এসব তো পোনা নয়, বড়বড় মাছ যা রান্নার উপযুক্ত, মাছবাজারে এমন বড়বড় মাছ বিক্রি করা হয়। মৎস্য কর্মকর্তার প্রবীন কুমার চাকমা গতমাসে এমন সাইজের বড়বড় মাছ দিয়েছিলেন, বিতরণকৃত মাছ পুকুর পর্যন্ত পৌছাতে অনেকের কিছু মাছ মারা গেছে, ফলে এই মাছ রান্না করে খেয়েছেন। যদি চাষের উপযুক্ত সাইজের পোনা পুকুর চাষীদের মাঝে বিতরণ করা হতো তাহলে চাষীদের ও জনগণের উপকার হতো। এই অবস্থায় তো শুধু সরকারের বরাদ্ধকৃত অর্থ নষ্ট হচ্ছে, দেশের জনগণের অর্থের বাস্তবায়নে এহেন ইচ্ছাকৃত পরিস্থিতির নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপের দৃষ্টি আকর্ষণ করছি।
এ সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা ড.আরিফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামসুল হক ও মৎস্যচাষীগণসহ মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply